১১:০৯ AM
0

ব্লগার এস. কে. সুজীৎ।
: প্রতি দিন সারা পৃথিবীতে হাজার হাজার ফোন পানিতে ডুবে কিংবা পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার ফোনটি যদি হয় কমেটের তবে সেই ভয় নেই। কেননা, ফোনটি পানি নিরোধক। শুধু তাই নয় এই ফোনটি পানিতে পড়লেই ডুববে না। ভেসে থাকবে। কমেট ফোনটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্রের পরশনাথ রাজ উরাস।
এতে আছে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২৮০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি। ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত।
যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ২৭৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২১ হাজার ৯৫১ টাকা। আগামী বছরের এপ্রিল নাগাদ ফোনটি বাজারে পাওয়া যাবে।
এই ফোনটিতে আইপিx৭ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি পানিনিরোধক হওয়ার পাশাপাশি ধুলোবালি নিরোধকও। ফোনটিতে এয়ার পকেট রাখা হয়েছে। ফলে পানিতে পড়লেও ভেসে থাকবে।

Next
This is the most recent post.
পুরাতন পোস্ট

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন