সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকের অবস্থান সবার উপরে। ব্লগার সুদীপ্ত ফেসবুক বলতে গেলে এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। শুধু আমাদের দেশে নয়, ফেসবুক আসক্তির এমন চিত্র পুরো পৃথিবী জুড়ে। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য সেই ফেসবুকের কিছু মজাদার তথ্য তুলে ধরবো।
১. সারাবিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ লোকের ফেসবুক এ্যাকাউন্ট আছে। ২. গড়ে প্রতিজন ফেসবুক ইউজার মাসে ৭০০ মিনিট সময় ফেসবুকে কাটান। ৩. প্রতি ২০ মিনিটে ২,৭১৬,০০০ ফটো আপলোড হয়ে থাকে। ৪. প্রতি ২০ মিনিটে ১০.২ মিলিয়ন কমেন্ট পোস্ট হয় ফেইসবুকে। ৫. প্রতি ২০ মিনিটে ১,৯৭২ মিলিয়ন ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হয়ে থাকে। ৬. প্রতি ২০ মিনিটে ১,৮৫১,০০০ স্ট্যাটাস আপডেট হয়।
ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য। আমি অনেক দিন ধরে এই রকমের একটি পোষ্ট খুঁজছিলাম। আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস। এর আগেও একটা টিপস্ পেয়েছিলাম। এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে> http://muktomoncho.com/archives/1759
উত্তরমুছুন