১:১৫ AM
0

দর্শনা অনলাইন | সুদীপ্ত কুমার দাস

সম্প্রতি ফেসবুকসহ নানা অ্যাপের ব্যক্তিগত তথ্য গ্রহণ করার ক্ষমতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে যুক্তরাজ্যে। এতে জানা গেছে, ফেসবুকের মতো ওয়েবসাইটের অ্যাপগুলো ব্যবহারকারীর অজান্তেই মোবাইল ক্যামেরা দিয়ে তার ছবি বা ভিডিও করার ক্ষমতা রাখে, যা ব্যক্তিগত গোপনীয়তার প্রতি মারাত্মক হুমকি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ফেসবুকের মতো অ্যাপগুলোর ক্রমে ক্ষমতা বাড়ছে। আর এ বাড়তি ক্ষমতার কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্যরা (এমপি) সম্প্রতি মোবাইল অ্যাপগুলোর এ ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিয়ন্ত্রণে নতুন আইন ও নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন।
কয়েকজন এমপি জানান, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যগুলো মূলত যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তৈরি। আর এগুলোর ব্যবহারকারীদের জন্য নীতিমালার ভাষা এত জটিল যে, তা সাধারণ মানুষের বোধগম্য নয়।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি সিলেক্ট কমিটির পক্ষ থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়েবসাইট ও অ্যাপের ওপর নতুন নীতিমালা আরোপ করার অনুরোধ করা হয়েছে।
প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ এসব মোবাইল অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করছে, যা তাদের জন্য ঝুঁকি তৈরি করছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন