৬:৫৭ AM
0

দর্শনা অনলাইন | সুদীপ্ত কুমার দাস:-

সোশ্যাল মিডিয়া ফেসবুক তাদের প্রাইভেসি সংক্রান্ত বিষয় নির্ধারণ করার জন্য একটি নীতিমালা ব্যবহার করে। আর প্রাইভেসি পলিসি নামে এ নীতিমালা প্রায়ই তারা তাদের প্রয়োজনমতো পরিবর্তন করে। সম্প্রতি এ নীতিমালার কিছু কঠিন ভাষাকে তারা সহজ করে দিয়েছে বলে জানিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে কোন ধরনের তথ্য সংগ্রহ করে এবং এ তথ্য কিভাবে ব্যবহার করে, তাও উঠে এসেছে এ প্রাইভেসি পলিসিতে। পুরনো প্রাইভেসি পলিসির তুলনায় নতুনটি ৭০ ভাগ সংক্ষিপ্ত করা হয়েছে। এ নীতিমালার ৫টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো এ লেখায়-
১. অবস্থানে গুরুত্ব
সম্প্রতি বিজ্ঞাপনদাতাদের অবস্থান মানচিত্রে প্রকাশ করার ব্যবস্থা করেছে ফেসবুক। এর আগে তা শুধু ‘বর্তমান শহর’ রূপে প্রদর্শিত হত। নীতিমালায় বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো আপনার অবস্থান জানতে পারবে স্মার্টফোনের জিপিএস তথ্য ব্যবহার করে। এছাড়া ব্লুটুথ ও ওয়াইফাই সিগন্যালও তারা এ কাজে ব্যবহার করতে পারে।
২. ফেসবুকের বাইরে
শুধু ফেসবুকের তথ্যই নয়, আপনার দেওয়া ফেসবুকের বাইরের তথ্যও তারা সংগ্রহ করতে পারে। এজন্য তারা আপনার ব্রাউজকৃত ওয়েবসাইট ও অ্যাপের তালিকা সংরক্ষণ করতে পারবে। এ ছাড়াও আপনার কাজের তথ্যও নানা অ্যাপ ব্যবহার করে সংগ্রহ করতে পারে ফেসবুক।
৩. বিজ্ঞাপনের লক্ষ্য
আপনি যদি নির্দিষ্ট পদ্ধতিতে অস্বীকার না করেন তাহলে ফেসবুক আপনাকে ওয়েবসাইট ও অন্য তথ্যগুলোর ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শন করবে। এজন্য তারা ফেসবুকের বাইরে নানা অ্যাপ ও ব্রাউজারের তথ্য ব্যবহার করবে।
৪. সবার চোখ আপনার দিকে
সবকিছুই নীতিমালা অনুসারে করা হবে। ফেসবুক বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ফেসবুকের ভাষায়, ‘আপনি বিভিন্ন সেবা গ্রহণের সময় আপনার দেওয়া কন্টেন্ট ও অন্য তথ্য সংগ্রহ করব। এর মধ্যে থাকতে পারে আপনার অ্যাকাউন্টে সাইন আপ, বিষয় তৈরি কিংবা শেয়ার ও অন্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত মেসেজ।’
এ ছাড়াও ফেসবুক জানিয়েছে বেশ কিছু বিষয় তারা রেকর্ড করে রাখবে। ফেসবুকের ভাষায়, ‘আপনি কিভাবে ফেসবুক ব্যবহার করেন, যেমন কেমন বিষয় আপনি দেখেন বা মনোযোগ দেন কিংবা বিভিন্ন কার্যক্রমের সময়।’
৫. কেনাকাটায় সাবধান
ফেসবুক তাদের সাইট থেকে সরাসরি পণ্য বিক্রির ব্যবস্থা পরীক্ষা করছে। আপনি যদি এ কাজটি করতে চান তাহলে ফেসবুক এ নীতিমালার আওতায় আপনার ক্রেডিট কার্ড ও অনুরূপ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি পেয়ে যাবে।

নবীনতর পোস্ট
Previous
This is the last post.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন