ব্লগার এস. কে. সুজীৎ।
গত জুলাইয়ে 'ট্রুমেসেঞ্জার' নামের একটি এসএমএস অ্যাপ চালু করে ট্রুকলার। এসএমএস পাঠানো এবং এর সাথে সম্পর্কিত সব কিছু আরও সহজ করতেই অ্যাপটি চালু করেছিল ট্রুকলার। গতকাল অ্যাপটির প্রথম আপডেট উন্মুক্ত করা হয়েছে। এই আপডেটে যুক্ত করা হয়েছে পাঠানো এসএমএস ফিরিয়ে আনার সুবিধা।
এই ফিচারটি অনেকটা জিমেইলের 'আনডু সেন্ড' ফিচারটির মতোই। জিমেইলে সাধারণত ৩০ সেকেন্ড পর্যন্ত একটি পাঠানো মেইল ফেরত আনা সম্ভব। এর ফলে ভুল করে কোন মেইল পাঠানো হলে সেটি আবার ফিরিয়ে আনা সম্ভব। ট্রুমেসেঞ্জারের আনডু সেন্ড ফিচারটিও একইভাবে কাজ করবে। ভুল নাম্বারে পাঠানো এসএমএস কিংবা এসএমএসে কোন ভুল থাকলে এই ফিচার ব্যবহার করে সেটি ফিরিয়ে আনা যাবে।
এই ফিচারটি ছাড়াও আরও কয়েকটি আপডেট যুক্ত করা হয়েছে অ্যাপটিতে। এই মেসেঞ্জার অ্যাপটি অনেকটা ট্রুকলারের মতোই কাজ করে। অজানা কোন নাম্বার থেকে এসএমএস পাঠানো হলেও এটি ডেটাবেজ থেকে খুঁজে প্রেরকের নাম প্রদর্শন করে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন